আমাদের উদ্দেশ্য (Mission):
· সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ
· নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধামত্ম গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন
· প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি
· পেশাদারিত্ব প্রতিষ্ঠা
আমাদের প্রকাশনা ও সেবা (Publication &Service):
ক) প্রকাশনা সমুহঃ
· দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ;
· প্রতি দশ বৎসর অমত্মর (১) আদম শুমারী (২) কৃষি শুমারী এবং (৩) অর্থনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ’
· মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators.) যথা-সক্ষমতা, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরম্নপণ ও প্রকাশ,
· ভোক্তার দৈনন্দিন জীবন যাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভুত পণ্য অমর্ত্মভুক্ত করে মাসভিত্তিক ভোক্তা মুল্যসুচক (CPL)নিরম্নপণ ও প্রকাশ;
· মাস ভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পের উৎপাদন সুচক প্রস্ত্তত ও প্রকাশ;
· বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রসত্মত ও প্রকাশ;
· বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরির হার ও মজুরী সূচক প্রসুত্মত ও প্রকাশ;
· বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রামত্ম পরিসংখ্যান প্রসত্মত ও প্রকাশ;
· গুরম্নত্বপূর্ণ স্বাস্থ্য ও জনমিতিক নির্দেশক প্রসুওত ও প্রকাশ;
· শিশু পুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ;
· মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যেতাদের আর্থ সামাজিক অবস্থা নিরম্নপণের জন্য (Gender statistics) প্রস্ত্তত ও প্রকাশ;
· খানার আয় ও ব্যয় নির্ধারণ ও জমির পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্ত্তুত ও প্রকাশ।
L) ওয়েবসাইট:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১০০ মেগাবাইট ক্যাপাসিটির একটি সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদকৃত ওয়েবসাইট রয়েছে। এতে ব্যুরোর সর্বশেষ প্রকাশনা সমুহেরর (Key indicators) সন্নিবেশিত আছে। ব্যবহারকারীগণ (www.bbs.gov.bd) এই ঠিকানা ব্যবহার করে পরিসংখ্যান সংক্রামত্ম সেবা পেতে পারেন।
(গ)ডিজিটাল কপি:
তথ্য সংগ্রহকারীগণ নির্ধারিত মূল্যের বিনিময়ে ব্যুরোর প্রধান কার্যালয়স্থ ঢাকা আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য/ উপাত্ত সিডি মারফত কে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেবিনামুল্যে/ স্বল্পমুল্যে প্রাথমিক তথ্য সরবরাহ করা হয়।
ঘ) লাইব্রেরী:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লাইব্রেরী ও বিক্রয় কেন্দ্র ১৪/২ তোপখানা রোড, আনসারী ভবন, ঢাকাতে অবস্থিত। ব্যুরোর প্রধান কার্যালয়েও একটি লাইব্রেরী রয়েছে। পাঠকগণ সকল সরকারী কার্যদিবসে লাইব্রেরীতে বসে বিভিন্ন প্রকাশনা পাঠ করতে পারেন। বিক্রয় কেন্দ্রে ব্যুরোর প্রকাশনা সমুহ বিক্রয় করা হয়। এছাড়া ব্যুরোর নির্ধারিত সেলস্ এজেন্টদের নিকটও প্রকাশনা সমুহ পাওয়া যায়।
আমাদের গ্রাহক/ সেবাগ্রহনকারী (Users):
· সরকারী/ বেসরকারী সংস্থা
· উন্নয়ন সহযোগী দাতাসংস্থা
· নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ ও গবেষক
· শিক্ষক-শিক্ষার্থী।
আমাদের প্রতিশ্রতি(Commitments):
· স্বল্পতম সময়ের মাধ্যমে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন, তথ্য/ উপাত্ত প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার
· বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধামত্ম গ্রহনের চাহিদা মাফিক উপাত্ত সরবরাহ
· পরিসংখ্যান বিষয়ক কার্যক্রম সময়োপযোগীকরণ
· প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষায় নিশ্চয়তা প্রদান
আমাদের প্রত্যাশা (Expectations):
· তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগিতামুলক মনোভাব
· তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পতম সময়ের মধ্যে সঠিক তথ্য/ উপাত্ত প্রদান
· পরিসংখ্যান মান বৃদ্ধিকল্পে পাঠক/ ব্যবহারকারীগণের নিকট থেকে গঠনমূলক পরামর্শ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস