জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর উপজেলা পরিসংখ্যান কার্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে জাতীয় তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারি দপ্তর কর্তৃক তথ্য বাতায়নে নিয়মিত হালনাগাদকরণ যথাসময়ে যদি না করা হয় তাহলে নাগরিক সেবা প্রদানে যথাযথ ভূমিকা পালন বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রে উপজেলা পরিসংখ্যান অফিস, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ব্যতিক্রম। এ দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসাইন মহোদয় যোগদানের সাথে সাথেই জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাজেদুল ইসলাম মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও জনাব মোঃ শাহরিয়ার নজির মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় বাতায়নটিতে দপ্তরের প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদকরণ সম্পন্ন করেছেন।
জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণ দপ্তর প্রধানের দায়িত্বের মধ্যেই পড়ে। তা সত্ত্বেও একটি দপ্তরের তথ্য যখন দীর্ঘদিন ধরে জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদহীন অবস্থায় পড়ে থাকে, তখন জনগণের জন্য সেবাগ্রহণ দূরহ হয়ে পড়ে। একজন নবযোগদানকৃত কর্মকর্তা যখন তা অল্প কয়েকদিনেই হালনাগাদ করে নব আঙ্গিকে নাগরিক সেবার দ্বার সবার জন্য উন্মুক্ত করেন, তখন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস